‘যুদ্ধের নায়ক’ থেকে পলাতক রাষ্ট্রপতি: রাজাপাকসেদের যেভাবে উত্থান-পতন

রিয়া মোগুল (সিএনএন): একসময় তাদেরকে জাতির নায়ক হিসেবে দেখা হতো; সম্মান করা হতো রক্তক্ষয়ী গৃহযুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের পরাজিতকারী ‘যুদ্ধ-নায়ক’ হিসেবে। কিন্তু, শ্রীলঙ্কার রাজাপাকসে রাজবংশের গল্পের শেষপ্রান্তে এসে এর বিপরীত চিত্রই দেখা যাচ্ছে। কয়েকদিন আগেই দেশটির হাজারো বিক্ষোভকারী প্রেসিডেন্ট ভবন দখলে নেয়। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অবিলম্বে পদত্যাগের দাবি জানায় তারা। রাজাপাকসে যদিও বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করবেন … Continue reading ‘যুদ্ধের নায়ক’ থেকে পলাতক রাষ্ট্রপতি: রাজাপাকসেদের যেভাবে উত্থান-পতন